প্রশ্ন:
স্বামী যদি চ্যাটে বা ইমেইলে ম্যাসেজ করে স্ত্রীকে লিখে পাঠায় ‘আমি তোমাকে তালাক দিলাম’, কিন্তু মুখে কিছু না বলে, তাহলে কি তালাক হয়ে যাবে?
প্রশ্নকারী- আবদুল্লাহ
উত্তর:
মুখে না বলে চ্যাটে বা ইমেইলে ম্যাসেজ করলেও তালাক হয়ে যায়। তাই ‘আমি তোমাকে তালাক দিলাম’ লিখে ম্যাসেজ পাঠালে তালাক হয়ে যাবে। -বাদায়িউস সানায়ি: ৪/২৯১-২৯২, খানিয়া: ১/২৮৭
فقط، والله أعلم باصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
১৩-১১-২০২৪ ঈ.
#উচ্চতর #ইসলামী #আইন #গবেষণা #বিভাগ #ফাতওয়া