উত্তরঃ

শরীয়তে জুমআর সালাত জামে মসজিদে আদায় করাই কাম্য। তবে গ্রহণযোগ্য কোনো ওজরের কারণে ঘরে বা অন্য কোনো স্থানেও আদায় করা যায়; যদি জামাআত, খুতবা ও ‘ইযনে-আম’ তথা সর্বসাধারণের তাতে অংশগ্রহণের সুযোগ ও অনুমতির মতো জুমআ সহীহ হওয়ার অন্যান্য শর্তগুলো বিদ্যমান থাকে। পক্ষান্তরে কোনো ওজর ছাড়া সব শর্ত পূরণ করেও ঘরে জুমআ আদায় করা মাকরুহে তাহরীমি। -মুসান্নাফ ইবনে শাইবাহ: ৫৫৪৮; আদ্দুররুল মুখতার: ২/১৪৪ ও ১৫১; মারাকিল ফালাহ, ‍পৃ: ১৯৪; মাবসুতে সারাখসী: ২/২৫; ফাতাওয়া হিন্দিয়া: ১/১৪৮; ফাতাওয়া ওয়ালওলিজিয়্যাহ: ১/১৫০; মুহিতে বুরহানী: ৪/১৪৩; আল-হাভীল কুদসী: ১/২৩৬

والله سبحانه وتعالى أعلم

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১৯-০৪-১৪৪৬ হি.

২৩-১০-২০২৪ঈ.

#উচ্চতর #ইসলামী #আইন #গবেষণা #বিভাগ #ফাতওয়া