উত্তর:
بسم الله الرحمن الرحيم
.
জি, জুমআ ব্যতীত অন্যান্য নামাযে দুইজনেও জামাআত করা যাবে। জুমআর জন্য ইমাম ছাড়া ন্যূনতম তিনজন হতে হবে। হাদীসে এসেছে,
.
عن مالك بن الحويرث، قال: أتى رجلان النبي صلى الله عليه وسلم يريدان السفر، فقال النبي صلى الله عليه وسلم: «إذا أنتما خرجتما، فأذنا، ثم أقيما، ثم ليؤمكما أكبركما». -صحيح البخاري (1/ 128 ط. دار طوق النجاة رقم: 630) صحيح مسلم (1/ 466 دار إحياء التراث العربي – بيروت رقم: 674)
.
“মালেক বিন হুওয়াইরিস রাযি. বলেন, দুজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সফরের ইচ্ছা ব্যক্ত করলে নবীজি তাদের বললেন, তোমরা সফরে বের হলে আযান ও ইকামত দিবে অতঃপর তোমাদের মধ্যে যে বয়সে বড়ো, সে যেন নামাযের ইমামতি করে।” -সহীহ বুখারী: ১/১২৮ হাদীস নং: ৬৩০ দারু তওকিন নাজাহ; সহীহ মুসলিম: ১/৪৬৬ হাদীস নং: ৬৭৪ দারু ইহইয়ায়িত তুরাসিল আরাবী, বৈরুত
.
আরও দেখুন,জামে তিরমিযী: ১/২৯৭ হাদীস নং: ২২০ দারুল গারবিল ইসলামী, বৈরুত; কিতাবুল আসল: ১/৩১১ দারু ইবনি হাযম, বৈরুত; ফাতাওয়া শামী: ১/৫৩৩ ও ২/১৫১ দারুল ফিকর, বৈরুত; আল-আশবাহ ওয়ান নাযায়ের, পৃ: ৪৪০ দারুল ফিকর, বৈরুত
.
والله تعالى أعلم بالصواب
.
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহ
১৮-১০-২০২৪ ঈ.