সাধারণ উত্তর..হ্যাঁ করা যাবে।
বিস্তারিত..
আকীকা করা বাধ্যতামুলক আমল না।
এটা মুস্তাহাব আমল।
তাই এর জন্য খুব বেশি চাপ নেয়া ঠিক না ।
তবে সামর্থ্য অনুযায়ী আকীকা করতে পারেন।
নিয়ম হল মেয়েদের জন্য একটি ছাগল।
আর ছেলেদের জন্য দুইটি ছাগল। বর্তমান সামর্থ্য না থাকায় ছেলে সন্তানের আকীকা হিসেবে একটি বকরী জবাই করলেও আকীকা আদায় হয়ে যাবে। পরে সামর্থ্য হলে আরেকটি দিয়ে করতে হবে।
কারণ উত্তম হল, দু’টি ছাগল জবাই করা। বরং মুস্তাহাব হলো 2 দিয়ে করা।
عَنِ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنِ الْحَسَنِ، وَالْحُسَيْنِ كَبْشًا كَبْشًا»
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি হওয়াসাল্লাম হযরত হাসান রাঃ এবং হযরত হুসাইন রাঃ এর জন্য একটি একটি বকরী আকীকা দিয়েছেন। [সুনানে আবূ দাউদ, হাদীস নং-২৮৪১]

২৬/১২/২৪ঈল