উত্তরঃ প্রশ্নোক্ত ক্ষেত্রে গোসলের আগে সহবাস করা জায়েজ হবে না। ( জায়েজ না হওয়া অর্থই গুনাহের কাজে লিপ্ হওয়া। তবে সুনির্দিষ্টভাবে ব্লিডিং বন্ধ হওয়ার পর যদি এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যায় যার মধ্যে অন্তত গোসল করে কাপড় পরিধান করে নামাজ শুরু করা যেতো। তাহলে এমন পরিস্থিতিতে গোসল না করেও সহবাস করার অবকাশ আছে। তবে পরবর্তীতে ওই ওয়াক্তের নামাজ তাকে কাজা করতে হবে।
পক্ষান্তরে যদি ঋতুস্রাবের সর্বোচ্চ সময়সীমা তথা দশদিন অতিবাহিত হওয়ার পর হায়েজ বন্ধ হয় তাহলে গোসল ছাড়াও সহবাস করা জায়েজ আছে। তবে গোসল করে নেওয়া উত্তম।
উত্তর প্রদানেঃ HM Abdullah
মোহাম্মদ আবদুল্লাহ হাটহাজারী চট্টগ্রাম
والله اعلم بالصواب
২৫/১২/২৪ঈ