কোনো প্রতিষ্ঠানের নামে সংগৃহীত অর্থ অন্যত্র ব্যয় করা যাবে?

প্রশ্নঃ-১

কেউ নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে দেওয়ার জন্য তার যাকাত, ফিতরা কিংবা মান্নত কারও কাছে অর্পন করলে তা কি অন্য কোনও জায়গায় খরচ করা যাবে?

-ইমাম হুসাইন

প্রশ্নঃ-২

কোনো মাদরাসার কথা বলে সাদাকা সংগ্রহ করে তা কি জিহাদের ফাণ্ডে দেওয়া যাবে?

-তামিম

উত্তরঃ

بسم الله الرحمن الرحيم

না, অন্য কোনও জায়গায় খরচ করা যাবে না। নির্দিষ্ট প্রতিষ্ঠানেই খরচ করতে হবে। অনুরূপ কোনও মাদরাসার কথা বলে সাদাকা সংগ্রহ করে তা জিহাদের ফাণ্ডে দেওয়া যাবে না।-ফতোয়া শামী, দারুল ফিকর: ২/২৬৯

মুফতি আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

 

২৪-১২-২০২৪ ঈ.