উলঙ্গ হয়ে সহবাস করা ও গোসল করা জায়েজ আছে।তবে উত্তম নয়।
কেননা হাদিস উলঙ্গ না হওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে ।
ইবনু উমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নগ্নতা হতে বেঁচে থাক। কেননা তোমাদের এমন সঙ্গী আছেন (কিরামান-কাতিবীন) যারা পেশাব-পায়খানা ও স্বামী-স্ত্রীর সহবাসের সময় ছাড়া অন্য কোনো সময় তোমাদের হতে আলাদা হন না।
সুতরাং তাদের লজ্জা কর এবং সম্মান কর। [সুনানে তিরমিজী, হাদীস নং-২৮০০]
উত্তর প্রদানে Mufti Amir