প্রশ্নঃ
আমি পোলট্রি ব্যবসা করার জন্য কিস্তিতে লোন নিতে চাচ্ছি। এখন এই লোন দিয়ে ব্যবসা করা জায়েয আছে?
প্রশ্নকারী- আহমেদ
উত্তরঃ
আমাদের দেশে যারা কিস্তি ভিত্তিক ঋণ দেয়, তারা সাধারণত সুদের বিনিময়ে ঋণ দেয়। সুদ নেয়া ও দেয়া উভয়ই হারাম। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে,
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ * فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِه. -البقرة: 278-279
“হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় কর এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও; যদি তোমরা মুমিন হও। যদি তা না কর, তবে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা শুনে নাও।” -সূরা বাকারা (২) : ২৭৮-২৭৯
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদি লেনদেনে জড়িত সকলকে লানত করেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত-
لعن رسول الله -صلى الله عليه وسلم- آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. -صحيح مسلم، رقم: 4177؛ ط. دار الجيل بيروت + دار الأفاق الجديدة ـ بيروت
“সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদি লেন-দেনের লেখক ও স্বাক্ষীদ্বয়, সকলের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এবং বলেছেন, এরা সবাই সমান।” -সহীহ মুসলিম ৪১৭৭
সুতরাং পোলট্রি ব্যবসা বা অন্য কোনো কাজের জন্যই সুদি লোন নেয়া যাবে না।
-ফাতাওয়া উসমানী: ১/২৮৫; মিম্বারুত তাওহীদ ওয়াল জিহাদ, মুন্তাদাল আসয়িলাহ: প্রশ্ন নং: ১০/২৪০; আলইসলাম, সুওয়াল ও জাওয়াব, ফতোয়া নং: ৯০৫৪; ফাতাওয়া মাহমুদিয়্যাহ: ১৬/৩০৫-৩০৭; ফাতাওয়া হাক্কানিয়্যাহ: ৬/২২৪; ফাতাওয়া রহিমিয়্যাহ: ৯/২২৯; কিতাবুন নাওয়াযেল: ১১/৩৩৫; ফাতাওয়া কাসিমিয়্যাহ: ৬/৪০৯
والله سبحانه وتعالى أعلم
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৭-১০-২০২৪ ঈ.
#উচ্চতর #ইসলামী #আইন #গবেষণা #বিভাগ #ফাতওয়া