দুই দেশের মুদ্রা বিনিময় করা কি বৈধ?
.
প্রশ্নঃ
.
আমার এক ভাই বিদেশি মুদ্রা (ডলার, রিয়াল ইত্যাদি) কিনে মজুদ করে রাখেন। পরে যখন দাম বাড়ে, বিক্রি করে দেন। আমার জানার বিষয় হলো, এভাবে মুদ্রা কেনা-বেচা করা কি জায়েয আছে?
.
-উসমান
.
উত্তরঃ
.
জি, এভাবে দুই দেশের মুদ্রা কেনা-বেচা করা জায়েয আছে। শর্ত হল, একই মজলিসে যে কোনও এক প্রকার মুদ্রা প্রাপককে হস্তান্তর করতে হবে।-মুসান্নাফ আব্দুর রাযযাক: ৮/৯০ (আল-মাকতাবুল ইসলামী, বৈরুত); ফাতাওয়া উসমানী: ৩/১৪৮ (যাকারিয়া বুক ডিপো, দেওবন্দ); ফিকহুল বুয়ূ: ২/৭৬৩-৭৬৫ (দারুল কলম, দিমাশক); আহসানুল ফাতাওয়া: ৭/৭৭-৮০ (আল-মাকতাবাতুল আশরাফিয়্যা, দেওবন্দ); কিতাবুন নাওয়াযেল: ১১/৮৯ (আল-মারকাযুল ইলমী, মুরাদাবাদ)
.
মুফতি আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৫-১১-২৪