দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি কীভাবে জি-হা-দে অংশগ্রহণ করবে?
প্রশ্ন: আমি জি-হা-দের কাজে অংশগ্রহণ চাই কিন্তু শারীরিকভাবে ভীষণ অসুস্থ। অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি। মনে হচ্ছে, কেউ জাদু করেছে; এ অবস্থায় আমার কী করা উচিত?
-মুহাম্মদ আল-আমিন
উত্তর: আপনি যতটুকু সম্ভব চিকিৎসার চেষ্টা করুন, জাদুর অনিষ্ট থেকে বাঁচার জন্য নিয়মিত সকাল সন্ধ্যার আযকার আদায় করুন। বিশেষ করে সূরা ফালাক, নাস ও সূরা বাকারার আমল করুন। সূরা বাকারার মোকাবেলায় জাদুকররা টিকতে পারে না।
হাদীসে এসেছে,
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ، اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ: الْبَقَرَةَ وَسُورَةَ آلِ عِمْرَانَ، فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ، أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ، أَوْ كَأَنَّهُمَا فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ، تُحَاجَّانِ عَنْ أَصْحَابِهِمَا، اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ، فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ، وَتَرْكَهَا حَسْرَةٌ، وَلَا تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ». قَالَ مُعَاوِيَةُ: بَلَغَنِي أَنَّ الْبَطَلَةَ: السَّحَرَةُ. -رواه مسلم (804)
“আবু উমামা বাহেলী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কুরআন তিলাওয়াত করো। কেননা তা কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়াবে। আর তোমরা কুরআনের দুটি ফুল; তথা সূরা বাকারা ও সূরা আলে ইমরান তিলাওয়াত করো। কিয়ামতের দিন উক্ত সূরা দুটি মেঘেমালার মতো অথবা দুই ঝাঁক সারিবদ্ধ পাখির মতো হয়ে তিলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। বিশেষভাবে সূরা বাকারা তিলাওয়াত করো; তা তিলাওয়াত করা বরকতের কারণ এবং তিলাওয়াত না করা আফসোসের কারণ এবং এর মোকাবেলায় জাদুকররা টিকতে পারে না।” -সহীহ মুসলিম: ৮০৪।
বলার অপেক্ষা রাখে না, জি-হা-দ-স-হ শরীয়তের সকল বিধান বান্দার সামর্থ্য অনুযায়ী অর্পিত হয়। সুতরাং আপনি কোনো হকপন্থী জি-হা-দি জামাতের আনুগত্যে নিজেকে অর্পণ করুন, তারপর তারা আপনার সামর্থ্য অনুযায়ী যে কাজ দিবেন, ইখলাস ও আনুগত্যের সঙ্গে সে দায়িত্ব আঞ্জাম দিয়ে যান। জি-হা-দে-র কাজে লাগার জন্য এবং শা-হা-দা-তে-র জন্য সর্বদা আল্লাহর নিকট দোয়া করতে থাকুন।
এক হাদীসে এসেছে,
من سألَ اللَّهَ الشَّهادةَ صادقًا بلَّغَه اللَّهُ منازلَ الشُّهداءِ وإن ماتَ علَى فراشِه. -أخرجه مسلم برقم: 5039، كتاب الإمارة، باب استحباب طلب الشهادة في سبيل الله.
“যে ব্যক্তি সততা ও নিষ্ঠার সাথে আল্লাহর কাছে শা-হা-দা-ত প্রার্থনা করবে, আল্লাহ তাঁকে শ-হী-দ-দে-র মর্যাদায় উত্তীর্ণ করবেন; যদিও সে তাঁর বিছানায় মৃত্যু বরণ করে।” –সহীহ মুসলিম, হাদীস নং: ৫০৩৯।
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৮-০৮-২০২৫ ঈ.