বর্তমানে কোনটি অগ্রগণ্য—উমরা, না জি-হা-দ?

প্রশ্ন: স্ত্রী উমরায় যেতে চায়। সে এ উদ্দেশ্যে টাকা জমানোর জন্য বলছে। কিন্তু আমি ভাবছি—উমরাহর জন্য টাকা জমাবো? না জি-হা-দের পথে দান করে দেব? বর্তমান পরিস্থিতে নারীদের জন্য উমরা করা কি জরুরি? নাকি জি-হা-দের খাতে সাদাকা করাই বেশি গুরুত্বপূর্ণ?

-মুহাম্মদ যাকারিয়া

উত্তর: বর্তমান পরিস্থিতে উমরার চেয়ে জি-হা-দে ব্যয় করা গুরুত্বপূর্ণ। তাছাড়া উমরা এমনিতেও ফরয বা ওয়াজিব নয়; বরং সামর্থ্য থাকলে সুন্নতে মুআক্কাদা। তথাপিও কেউ সামর্থ্য অনুযায়ী জি-হা-দের পথে খরচ করে যদি উমরা করার সামর্থ্যও অর্জন করতে পারে, উমরা করতে সমস্যা নেই। চাই তিনি নারী হোন বা পুরুষ। উমরা এবং হারামাইন শরীফাইনের যিয়ারাহও অনেক সাওয়াব ও সৌভাগ্যের ইবাদত। সুযোগ থাকলে সবারই এমন সৌভাগ্য অর্জনের চেষ্টা করা কাম্য। -রদ্দুল মুহতার: ২/৬২১, হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর: ১/৫৫৯, গমযু উয়ুনিল বাসায়ের: ২/৮৩; আল বাহরুর রায়েক: ৫৪৩; ফাতাওয়া লাজানায়ে দায়িমা: ১১/৩২৮

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০৭-০১-১৪৪৭ হি.
০৩-০৭-২০২৫ ঈ.